তিল আঁচিল

বাম গালে অনিন্দ্য সুন্দর তিল;
আমার নিশানায় সবসময় বিদ্ধ
হয়। ডান গাল সতীনের ঈর্ষায়
জ্বলতে থাকে। অবজ্ঞা, অপমান
আত্মহননে প্ররোচনা দেয়।

অবজ্ঞার কারণে কিনা জানিনা
ডান গালে হঠাৎ আঁচিল দেখা
দিল। ধীরে ধীরে ফোঁড়ায়
রূপ নিলে সব নিশানা লক্ষ্যভ্রষ্ট
হতে থাকে। একদিন এম্বুলেন্স

সাইরেন বাজিয়ে দরোজায়
হাজির হলে বাম গালের তিলকেও
ভীত মনে হল। মনে হল অনুশোচনায়
পুড়ছে। দুই গাল অবশ্য অক্ষত ফিরে
এল, তবে কারো কোন শ্রেষ্ঠত্ব থাকল না।

1 thought on “তিল আঁচিল

  1. অসামান্য কবিতার জন্য আপনাকে জানালাম শুভ কামনা প্রিয় কবি আবু মকসুদ ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।