১
অবশেষে তুমিই আমাকে
শিখিয়ে দিলে-
শীত ও ঠাণ্ডার পার্থক্য!
২
তোমার কাছে এলেই
আমি ক্রমশ
মাইনাস আঠারো হয়ে যাই!
৩
মাপার যোগ্যতা না থাকার পরও
তুমি,
আমাকে বললে, নব্য ওজনদার!
৪
জানুয়ারির এই ভোরে
দেখলে সূর্যের নিক্তি,
মনে হয় শীতের সাথেই
হয়েছে শেষ চুক্তি!
৫
ভালোবাসি বলে
হাত বাড়িয়ে দিলেই
আমার দিকে এগিয়ে আসে
গুচ্ছ গুচ্ছ সুবর্ণ শীত।
৬
শীতসংগ্রহের রাতে,
আমিও আছি তোমার পাশে
রাগ ভরা প্রপাতে!
গুচ্ছ গুচ্ছ সুবর্ণ শীত
শীতসংগ্রহের রাতে,
আমিও আছি তোমার পাশে
রাগ ভরা প্রপাতে!
বরাবরের মতো চমৎকার উপস্থাপন দাদা।