নির্বান্ধব জীবনযাপন করতে গিয়ে
অনেকের ডাকনাম ভুলে গেছি
কেবল বিষণ্ন মুখে চেয়ে থাকে নিরন্তর হাঁটা আইল
আমাদের আচ্ছন্ন করে রাখে বিবর্ণ সময়
রংচটা ঘাস – দুঃখ বিকেল
চুপচুাপ দাঁড়িয়ে গেলে টের পাই
প্রতীক্ষায় চক্ষু বন্ধ করেনি যে নারী তার চোখে কান্নার জল।
দিগন্ত রেখার মতো একা থাকতে গিয়ে
কোথাকার কোন যদু-মধু জড়িয়ে গেছে জীবনে
কালো স্লেটে শুধুই অন্ধকার হাসে
প্রগাঢ় শূন্যতায় মিলিয়ে যাচ্ছে ছায়া মুখ
সারা রাত্রি জুড়ে শুধু ভাষণ
পৃথিবী যেনো একটা যুদ্ধঘাঁটি
অস্ত্র তার একমাত্র মুখ।
কালো স্লেটে শুধুই অন্ধকার হাসে
প্রগাঢ় শূন্যতায় মিলিয়ে যাচ্ছে ছায়া মুখ
সারা রাত্রি জুড়ে শুধু ভাষণ
পৃথিবী যেনো একটা যুদ্ধঘাঁটি
অস্ত্র তার একমাত্র মুখ।
অসাধারণ এক অনুভব প্রকাশ কবি দা