আমার ভাষা

274610

অনেকেই তোমাকে অস্বীকার করছে
অনেকেই তাদের শিকড়কে উপড়ে ফেলতে চেয়েছে
তুমি তো সেই প্রাচীন,
প্রায় বৃদ্ধাশ্রমে অপেক্ষারত
আমার প্রিয় ভাষা,
বাংলা ভাষা
২১শে ফেব্রুয়ারী,
হৃদয়ের একেবারে গভীরে তোমাকে রেখেছি।
যারা তোমায় ভুলে গেছে জেনো তারা একদিন ফিরে আসবেই।

কোন কিছুতেই তোমার ভরাডুবি হবে না
আমরা আবার তোমার হাত ধরে যাবো,
আরোগ্য সাধ্য আলোর অভিমুখে…

2 thoughts on “আমার ভাষা

  1. ২১শে ফেব্রুয়ারী,
    হৃদয়ের একেবারে গভীরে তোমাকে রেখেছি।
    যারা তোমায় ভুলে গেছে জেনো তারা একদিন ফিরে আসবেই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।