ক।
কি চেয়েছো তুমি
অনুক্ত শব্দের আড়ালে,
রাত দিন এক করে কাঁদে অন্তর্যামী
তবু ও গলেনি মন
অথচ-
বেঁচে যেতাম আমি আরেকটু ভালোবাসা ফেলে।
খ।
হা ভুক হয়ে হাত পেতেছি, ক্ষুধার্ত আমি উন্মাদ
তুমি ফলবতী
হাত ভরে দাও মমতার রসালো ফল
পেয়ে যাবো অমর্ত্যের স্বাদ!
গ।
আকুতির ভাষা কি?
অশ্রুর রঙ কি?
রক্তের দাবী কি?
বারে বারে স্বপ্ন দেখিয়েছো সখি;
বলো জীবন দিলে
আর কি থাকে বাকী!!
রক্তের দাবী কি?
বারে বারে স্বপ্ন দেখিয়েছো সখি;
বলো জীবন দিলে
আর কি থাকে বাকী!!