ছোঁয়া সুত্র

274638

ক।
কি চেয়েছো তুমি
অনুক্ত শব্দের আড়ালে,
রাত দিন এক করে কাঁদে অন্তর্যামী
তবু ও গলেনি মন
অথচ-
বেঁচে যেতাম আমি আরেকটু ভালোবাসা ফেলে।

খ।
হা ভুক হয়ে হাত পেতেছি, ক্ষুধার্ত আমি উন্মাদ
তুমি ফলবতী
হাত ভরে দাও মমতার রসালো ফল
পেয়ে যাবো অমর্ত্যের স্বাদ!

গ।
আকুতির ভাষা কি?
অশ্রুর রঙ কি?
রক্তের দাবী কি?
বারে বারে স্বপ্ন দেখিয়েছো সখি;
বলো জীবন দিলে
আর কি থাকে বাকী!!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “ছোঁয়া সুত্র

  1. রক্তের দাবী কি?
    বারে বারে স্বপ্ন দেখিয়েছো সখি;
    বলো জীবন দিলে
    আর কি থাকে বাকী!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।