নিঃসঙ্গ জীবন (সনেট)

16

নিস্তব্ধ গভীর রাতে বিরহীর বাসে
অবাক দৃষ্টিতে জাগা আধ খাওয়া চাঁদ,
কবেই নেমেছে বন্যা মালিকের আশে
চৌচির জমিতে খাড়া তবু এক ফাঁদ।

প্রখর দুপুরে বসে গাছ তলে একা
লিলুয়া বাতাসে ভাবা পথিকের মন,
শীর্ণ তর্জনীতে এঁকে নীলিমায় রেখা
অবাধ্য দু’পায়ে চলা পথিকের ক্ষণ।

চৈত্রের জলধি যদি নাও যাচে জল
কালচক্র এনে দিবে জোয়ারের তাড়া,
বেভুলা অম্বুদ সেও ছেড়ে গেলে দল
সিক্ততা জাগাবে তবু সময়ে ইশারা।

টানলে কলুর ঘানি কালশিটে ঘাড়,
চায় কি স্বপন কভু চাঁদে যেতে তার!!

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

4 thoughts on “নিঃসঙ্গ জীবন (সনেট)

  1. আপনার এই লিখাটিও আমার কাছে অসাধারণ লেগেছে প্রিয় কবি। শুভ কামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইল সম্মানীয়!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন সতত প্রিয় কবি!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।