যুদ্ধবিরোধী কবিতা : ভুলে যাওয়া যুদ্ধকৌশলগুলো

মাঝে মাঝে খুব ইচ্ছে হয়, পাশাপাশি রাখি ক্লাউন ও করাত। স’মিলের দাঁত
দিয়ে কাটা কাঠখণ্ডের মতো ক্লাউন গুলোও হোক খণ্ড-বিখণ্ড। দন্ডপ্রাপ্ত বৃক্ষ
ও প্রশাখাগুলো আবার দেখুক মুক্তির আলো। নিভিয়ে দেয়া নিয়ন বাতিগুলো
আবার জ্বলে উঠুক। লেদ মেশিনেই নির্ণিত হোক লোহার ভাগ্য। লৌহমানব-
লৌহমানবীরা, সমাবায়ী হাত তুলে দখল নিতে থাকুক এই অনাবাদী ভূমির।
শিশুদেরকে পতিত জমিগল্প শোনাবো বলে আমরা যারা লিখতে বসেছিলাম,
থেমে যাক তাদের কলমও। কম তো লেখা হয় নি! কম হয় নি,গল্প বলাও।
এবার শুরু হোক মেঘের মিসাইল প্রক্ষেপণ। তা না হলে আমরা যে ক্রমশঃ
ভুলে যাবো যুদ্ধের কৌশল।

#

3 thoughts on “যুদ্ধবিরোধী কবিতা : ভুলে যাওয়া যুদ্ধকৌশলগুলো

  1. এবার শুরু হোক মেঘের মিসাইল প্রক্ষেপণ। তা না হলে আমরা যে ক্রমশঃ
    ভুলে যাবো যুদ্ধের কৌশল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সুন্দর প্রকাশ
    বেশ ভালো লাগলো
    যুদ্ধ নয় শান্তি চাই।

  3. থেমে যাক তাদের কলমও। কম তো লেখা হয় নি! কম হয় নি,গল্প বলাও।
    এবার শুরু হোক মেঘের মিসাইল প্রক্ষেপণ। তা না হলে আমরা যে ক্রমশঃ
    ভুলে যাবো যুদ্ধের কৌশল।

     

     

     

    দারুন লিখেছেন। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।