স্বাধীনতা অর্জন করার চেয়ে
তার রক্ষা করা খুবি কঠিন হচ্ছে!
সেই কঠিন সময়- কিন্তু যাচ্ছে;
দেহের অভিনয় ভাজে- ভাজে-
রক্তাক্ত হবার আগে অনেক থাকে ভয়
লাল গোলাপ হাতের চেয়ে ভুল কিছু নয়
তাই ভালবাসা রেখো না বন্ধি খাঁচাই
তার চেয়ে জীবন্ত লাশ থাকায় ভাল
তবু খর্ব করো না- স্বাধীনতার ফসল
উদ্বেগ মন জুড়ে পত পত করে
উড়াই এক খান স্বাধীন পতাকা।
২২ ফাল্গুন ১৪২৮ ০৭ মার্চ ২২
খর্ব করো না- স্বাধীনতার ফসল
উদ্বেগ মন জুড়ে পত পত করে
উড়াই এক খান স্বাধীন পতাকা।
জি কবি মুরুব্বী দা
কমেন্ট করার জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন—-
অসাধারণ কাব্যিক উপকথার প্রকাশ
পাঠ করে মুগ্ধতা অপরিসীম,
শুভকামনা অবিরত।
জি কবি মহী দা সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জনাই
ভাল ও সুস্থ থাকবেন——