নারী

pic

নারি নয়, নারী হয়ে নাড়ির বাঁধনে
আটকে রাখলে পৃথিবীকে,
এই ভুবনে তিন জীবনে
তাইতো পেলাম মা, স্ত্রী আর মেয়েকে।

2 thoughts on “নারী

  1. এই ভুবনে তিন জীবনে
    তাইতো পেলাম মা, স্ত্রী আর মেয়েকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. দরদী প্রকাশশৈলী কবিতাটিকে স্বতন্ত্র ও সুন্দর করেছে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।