নারীর রূপ বোরকাবন্দি
বোরকার অন্ধকার জেলে করে বাস,
নারীর রূপ মুক্ত পৃথিবী
দেখতে পারে না
বোরকা জেলে করে হা-হুতাশ।
নারীর রূপ বোরকাবন্দি থাকবে
মুসলিম ধর্মকোর্টে পাশ,
নারীর রূপ মুক্তি পাচ্ছে না
বোরকার অন্ধকার জেলে হচ্ছে নাশ।
নারীর রূপ বোরকাবন্দি
থাকবে কৃতযুগ,
জেগে উঠো নারী
নিজের রূপ উন্মোচন করে
ধর্মান্ধদের আইনের ধরিয়ে দাও অসুখ….
দ্রোহের কবিতায় মুগ্ধ পাঠ। প্রাণঢালা শুভেচ্ছা কবি মি. ফাহিম।
ধন্যবাদ প্রিয় মুরুব্বী
শুভ কামনা জানাই