ডাহুকী

Stor

রোজ ডেকে যায় ডাহুকী;
কারণে অকারণে ডেকে যায় সে।

বিস্তর রৌদ্রের সফর শেষে
ক্লান্ত দিনের পাখি
গোধূলী সীমার ঠোঁটে করে যখন আনে
এক পিয়ালা গাঢ় রাত্রি।
ছায়াধূপে মিশে চুপি চুপি
জোনাক ফুল ঝরে পড় যখন পথে পথে
অতসী ছুঁড়ির মতন শিশিরের দলে।

আকাশের জানালায় কান পেতে
আমি তখনো শুনতে পাই,
এই সবুজ দ্বীপের ছায়া পিছনে ফেলে
দূরে— দূরে— আরো দূরে ফাঁকা মাঠে
ডেকে যায় ডাহুকী বিরহী সুরে।

কোন্ সে অভিমানে; কোন্ সে বিরহে
বুকফাটা আর্তনাদে
ঝরা ফসলের ক্ষেতে; কখনো-বালুচরে,
হেমন্তের ভিজা ঘাসে; কখনো-
শ্মশানের খেয়াঘাটে, রোজ রোজ
সহসায় ডেকে যায় ডাহুকী করুণ সুরে।

2 thoughts on “ডাহুকী

  1. কোন্ সে অভিমানে; কোন্ সে বিরহে
    বুকফাটা আর্তনাদে
    ঝরা ফসলের ক্ষেতে; কখনো-বালুচরে … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।