লাঙলগুলো একদিন ঠিকই সনাক্ত করে নেবে লঙরখানা। থালা হাতে বসে আছে
যে মানুষেরা, তাদের কুশল জানতে চাইবে আটলান্টিক মহাসাগরে দায়িত্বরত
সবক’টি যুদ্ধজাহাজ। এয়ারফোর্স ওয়ান থেকে নেমে আমাদের রাষ্ট্রপ্রধান দেখবেন
তার সাথে হাত মিলাবার জন্য যে মানুষেরা লাইন ধরেছে- তাদের সকলের পরনেই মহাত্মা গান্ধীর সেই পোশাক। গায়ে কাদা লেগে যাবে ভেবে যে বিজ্ঞানী
রহিত করেছিলেন তার গবেষণা, তিনিও নতুন করে হাতে তুলে নেবেন পুরনো বাইনোকোলার। আমি পুনরায় তোমার কাছে ক্ষমা চাইবো। আর বলবো আমাকে
ভুল বুঝো না, প্রিয় কবিতা। জীবন মানেই ছন্দপতনের গান। বিপ্লব মানেই দ্রুত মতবদলের পারদর্শীতা !
2 thoughts on “লাঙল ও লঙরখানার গল্প”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
"গায়ে কাদা লেগে যাবে ভেবে যে বিজ্ঞানী
রহিত করেছিলেন তার গবেষণা, তিনিও নতুন করে হাতে তুলে নেবেন পুরনো বাইনোকোলার। আমি পুনরায় তোমার কাছে ক্ষমা চাইবো।"
অপূর্ব লিখনশৈলী।