শুভ জন্মদিন

27610

তুমিতো সেই ক্ষণজন্মা
জন্মেছিলে এই বঙ্গে
জন্মঋণ শোধ করিতে
স্বাধীনতা এনেছ সঙ্গে।

তুমিতো সেই জনসমুদ্রের
উত্তাল গর্জিত তরঙ্গ
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের
অবিচ্ছেদ্য হৃদয় অঙ্গ।

মহাউচ্চারিত তুমিইতো সেই
একটি মাত্র নাম
যেই নামের পাশে একটি দেশের
দ্বিগুন হয়ে যায় দাম।

2 thoughts on “শুভ জন্মদিন

  1. তুমিতো সেই জনসমুদ্রের
    উত্তাল গর্জিত তরঙ্গ
    ছাপ্পান্ন হাজার বর্গমাইলের
    অবিচ্ছেদ্য হৃদয় অঙ্গ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।