বহুদিন পরে,
ঠিক তিন বসন্তের দিন অতিবাহিত হলো-
চারিধারে কত ভিন্নতা আজ,
কথারা সুর বেঁধেছে নানা তালে।
আজ স্মৃতি রোমন্থন হলো-
বসন্ত দূতের কুহুতানে,
বাড়ি হতে কয়েক ক্রোশ দূরে-
অদৃশ্যে বিচরণের প্রয়াসে দু’কদম চলেছিলাম।
তাকিয়ে থাকার লোভে পড়ে কথা জমেনি,
বিভোল নেত্রে যার প্রেম জাগে-
তার চাহনিই কবিতা হয়ে উঠে,
বিমুগ্ধ নয়নে তাকিয়ে থাকাইতো কাব্য।
আজ এতদিন পরে কেন জানি,
মৃন্ময়ী মননে জাগ্রত হচ্ছে,
নতুন গল্পের আসর আর বসবে না-
কবিতার লাইন গুলোও আর সাজবে না।
আজও মৃন্ময়ী আছে,
তবে-
বহুদূরে, অদৃশ্যের কাছাকাছি!
পান্ডুলিপির খাতায় বিরহের সমাবেশে।
মনে পড়াটা মেনে নিলাম,
কথাদের অবাধ্যতায় আবার চয়িত মৃন্ময়ী-
হারিয়ে যাক,
এই ভালো,বসন্তের দিনে একা থাকি আজ।
বিভোল নেত্রের মৃন্ময়ী,
হারিয়ে যাক স্মৃতি থেকে-
কথা থেকে বহুদূরে,
অদৃশ্যে মিশে যাক লেখা গুলো।
আজও মৃন্ময়ী আছে,
তবে-
বহুদূরে, অদৃশ্যের কাছাকাছি!
পান্ডুলিপির খাতায় বিরহের সমাবেশে।
ধন্যবাদ ভাই