রাগের তরে টাকলা দাদু!

185

টাকলা দাদু যাবেই রেগে করছে মনে পণ,
সকাল থেকে ঘুরছে সে তাই রৌদ্রতে বনবন।
ভাবে মাথা গরম হলেই আসবে ছুটে রাগ,
চলবো আমি দর্পে তখন যেমন ফুঁসে নাগ।

ভর দুপুরে বললো দাদী সোহাগ ঝরা স্বরে,
রাগ তো করা অনেক হলো এবার চলো ঘরে!
চোখ করে লাল শুধায় দাদু ‘সস্তা এ পণ অতি?’
ফিরবো না যাও রাগ না এলে হোক সে আমার ক্ষতি!

খবর পেয়েই চাচ্চু এলো সব ফেলে কাজ তার,
বললো বাবা ভাত তো খাবে এইটুকু আবদার!
তারপর না হয় আবার ঘুরো ইচ্ছে মতো বেশ,
দাদু বলে তোর কথা হোক এ পর্যন্তই শেষ!

বাজার থেকে ফিরে জেঠু বললো বাবা এ কি!
স্নান না করে ঘুরলে তোমার থাকবে কি আর নেকী?
চলো হেঁটে যাই দু’জনে ধলুর পুকুর ঘাটে,
দূর হয়ে যা বললো দাদু সূর কি গেছে পাটে?

বিকেল বেলা ইস্কুল থেকে নাতি ফিরে কয়,
কও তো দাদু আমি আপন ভাই কি তোমার নয়?
আজ দু’নে ওই বটগাছের ছায় গাইবো সুখে গান,
দাদু শুধায় কোথায় গেছে বল তোর অভিমান?

এমনি ভাবেই দিন হলো শেষ আসলো ফিরে রাতি,
জ্বাললো জোনাক ঝোপ-ঝাড়ে ফের আগের মতো বাতি।
দাদু দ্যাখে রৌদ্র তো নেই আর ভাবি ক্যান যা-তা,
রাগ সে কি আর আসবে নাকি ঠাণ্ডা হলে মাথা!!

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

4 thoughts on “রাগের তরে টাকলা দাদু!

  1. শুভ কামনা প্রিয় কবি। শুভ সকাল। :)
    বরাবরের মতো সুন্দর একটি ছন্দ কবিতা উপহার দিয়েছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ’শুভ সকাল’https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল মাননীয়।

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।

  2. চমৎকার শব্দালংকার এ অতুলনীয় অনুভূতির অসাধারণ উপস্থাপন

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত প্রিয় কবি।

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।