দেখা হবে, সুশীলতা স্তনের সন্ধ্যায়
মাছ চোখের মতো চুমুর বিনিময়ে
এই যে ধরুন, শহরে গভীর উৎকণ্ঠা
এমনো সন্ধ্যায়~দ্রৌপদীর বাঁকে
প্রবেশ করবে সম্প্রতি দুগ্ধ নীলিমা
আর অবসান হবে চিকন লজ্জা
দারুণে এক অভ্যর্থনার গ্রন্থিঘোরে-
লাভরোড, আযানু সৌরভ~মন্দির
তারপর এল সুখে মিরপুর জংশন
কদাচিৎ এক সনাতনী হাওয়া এসে
শাদা কঙ্কালে লুকোনো পবিত্রতায়
আধ-ঘন্টার মতো সবুজ বনপালা
সুন্দরের গলা নিয়ে কবিতা শোনাবে-
আর স্নিগ্ধ অন্ধকার হ্রদে~প্রসাধনীর
মুগ্ধতায় কার্তিকের ছেউটি কাক!
২৬ মার্চ ২২
এমনো সন্ধ্যায়~দ্রৌপদীর বাঁকে
প্রবেশ করবে সম্প্রতি দুগ্ধ নীলিমা।
ভালো লাগার একটা কবিতা। শুভকামনা থাকলো।