খাই

খাই

এক কবিতার উষ্ণ পরশ
শুধু প্রেমের দিকেই হাঁটে অথচ
লাল বর্ণের অর্থটাই ভাল করে বুঝি না!
লোকলজ্জায় আজ কাল
সেই শিক্ষাটাই পেলাম না-

যত সব বিতর্কই গোল্লাছুট খেলে গেলো;
ফুল কেনো কবিতার প্রেমে পরে;
সময় দিন কাল পত্র কিছুই বুঝি না!

কবিতাকে নেংটা শিশুর মতো
মনে করে থাকি- আসলে কি তাই?
আমার কাছে মনে হয় না-
কারণ প্রেমিকার মন বুঝতে হলে
অনুভব দরকার- ঠিক কবিতাও তাই,
চল এখন একটা কবিতা গিলে খাই।

০৬বৈশাখ ১৪২৯, ১৯এপ্রিল ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “খাই

  1. প্রেমিকার মন বুঝতে হলে
    অনুভব দরকার- ঠিক কবিতাও তাই,
    চল এখন একটা কবিতা গিলে খাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জি কবি মরুব্বী দা
      সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ 
      ভাল ও সুস্থ থাকবেন———

    1. জি কবি মহী দা
      অসাধারণ লাগার জন্য ধন্যবাদ 
      ভাল ও সুস্থ থাকবেন———

মন্তব্য প্রধান বন্ধ আছে।