রো দে র র শ্মি তে ভে জা প্রা ন্তি ক প রা ণ

কিছুটা বিশিষ্ট হবার আগে এ মাটির অস্তিত্ব ছিল জলের আকর। আঁকাআঁকি নিয়ে ব্যস্ত ছিলাম বলে আমাদের ও দেখা হয়ে ওঠেনি, বৈঠার টান আর

নদীদের বিবিধ সূত্রমুখ। পাশ কাটিয়ে যেতে যেতে
কেবল গোণে রাখতাম দূরের বনমুদ্রা এবং সুদূরের প্রান্তিক পরাণ। কেউ সাথে যাবে না জেনেও আমরাই বাড়িয়ে নিতাম পথের পরিধি, প্রেমের নৃত্যপরিধান।

কিছুটা নিমগ্ন হবার আগে জোসনার গতি ছিল সমান্তরাল
ফসলের ঢেউ। বাঁকা আ’লের বুকে বেড়ে উঠা সবুজ ঘাসে

কার্তিকের কলি – আবার ফুটবে বলে ছড়াতো যে প্রহর,

সেখানেই অতন্দ্র অক্ষর পোষে লিখতাম রোজনামচা …
রোদের রশ্মিতে ভেজা পৃথিবীর
জোড়াসাঁকো গ্রামে।

2 thoughts on “রো দে র র শ্মি তে ভে জা প্রা ন্তি ক প রা ণ

  1. দারুণ ভালো লাগা অনুপম প্রকাশ,
    শুভ কামনা অবিরত।

  2. সেখানেই অতন্দ্র অক্ষর পোষে লিখতাম রোজনামচা …
    রোদের রশ্মিতে ভেজা পৃথিবীর
    জোড়াসাঁকো গ্রামে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।