এই হাট বাজারের গরমে
কেমন বুঝি হিম ঠাণ্ডা রমজান!
তবু জানি মোয়াজ্জিনের
আযান, ইফতারে দূর হয় ক্লান্তি;
অবসাদ এতটুকু সংযম-
বোধ চিন্তা নেই মৃত্যুর নেক আলম!
সওয়াবের মাসে অসাধু ব্যবসা
তবু রমজানের শেষে ঈদের আসে বার্তা!
হেসে যাই- মাঠে ময়দান-
এই সব বিদ্বেষ মানে না রমজান।
২০চৈত্র ১৪২৮, ০৩ এপ্রিল ২২
রমজানের শেষে ঈদের আসে বার্তা!
হেসে যাই- মাঠে ময়দান-
এই সব বিদ্বেষ মানে না রমজান।
জি কবি মুরুব্বী দা
সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন——
পবিত্র মাহে- রমজানের শুভেচ্ছা জানবেন, কবিদা।
জি কবি নিতাই দা
সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন——
তবুও খুশির বার্তা নিয়ে আসে ঈদ!
সুন্দর কবিতা কবি দা! শুভেচ্ছা রইল সতত!
জি কবি লিটন দা
সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন——-