রমজান

rom

এই হাট বাজারের গরমে
কেমন বুঝি হিম ঠাণ্ডা রমজান!
তবু জানি মোয়াজ্জিনের
আযান, ইফতারে দূর হয় ক্লান্তি;
অবসাদ এতটুকু সংযম-
বোধ চিন্তা নেই মৃত্যুর নেক আলম!
সওয়াবের মাসে অসাধু ব্যবসা
তবু রমজানের শেষে ঈদের আসে বার্তা!
হেসে যাই- মাঠে ময়দান-
এই সব বিদ্বেষ মানে না রমজান।

২০চৈত্র ১৪২৮, ০৩ এপ্রিল ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “রমজান

  1. রমজানের শেষে ঈদের আসে বার্তা!
    হেসে যাই- মাঠে ময়দান-
    এই সব বিদ্বেষ মানে না রমজান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি কবি মুরুব্বী দা
      সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ
      ভাল ও সুস্থ থাকবেন——

  2. পবিত্র মাহে- রমজানের শুভেচ্ছা জানবেন, কবিদা। 

    1. জি কবি নিতাই দা
      সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ
      ভাল ও সুস্থ থাকবেন——

  3. তবুও খুশির বার্তা নিয়ে আসে ঈদ!

    সুন্দর কবিতা কবি দা! শুভেচ্ছা রইল সতত!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জি কবি লিটন দা
      সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ
      ভাল ও সুস্থ থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।