আঁধার

index

অন্ধকার গুহা আমি একা
চারপাশে কেউ নেই
পৃথিবীর ভিতরেই
হিমযুগ ফিরে আসে
রঙিন পৃথিবীর আগে
সাদাকালো পৃথিবী
ঘড়ি নেই সময় আছে
আমার দেহ আছে
দেখতে পাই না কিছুই
অন্ধকার চারিদিকে ঘোর অন্ধকার

আমি জীবিত
এই পৃথিবীতে
আমি একা
অন্ধকার
সময়
আমি জীবিত আমি মৃত নই
প্রাণী নেই পানি নেই তৃষ্ণা নেই
বুঝতে পারি বুঝাতে পারি না

জেনেছি তবুও জানি না
সুর্য নেই
বাতাস আছে আলো নেই
এই রকম সময়ে
আদম এসেছিল একা
আমি আদমি
এখান থেকে বের হবার পথ নেই
পথ নেই?
পথ আছে একটু দূরে
আলো আছে প্রাণী আছে মানুষ আছে
এটা রাত্রি নয় স্বপ্ন নয়
পরকাল নয়
এটা বাস্তব
আমি জীবিত আমি মৃত নই
অন্ধকার –
আলো নেই আলো আছে দূরে
প্রাণ নেই প্রাণী আছে দূরে
এটা কোথায়
এটা পৃথিবী
শব্দ কিসের
শব্দ নেই বাতাস নেই
আমি মৃত নই
বেহেস্ত দোযখের মাঝামাঝি এটা নয়
কবরের অন্ধকার এটা নয়
আলো আছে বাতাস আছে
আমার দেহ আছে প্রাণ আছে আমি মৃত নই
মনে পড়ে
ছোটবেলার কথা
অতীতের কথা
তার কথা তাহার কথা
অতীতে ফেরার পথ নেই
ভবিষ্যতে যাবার পথ নেই
অতীত ভবিষ্যৎ কিছুই নেই
শুধু আছে বর্তমান
অন্ধকার আঁধার চারিধার।

1 thought on “আঁধার

  1. অতীতে ফেরার পথ নেই, ভবিষ্যতে যাবার পথ নেই
    অতীত ভবিষ্যৎ কিছুই নেই, শুধু আছে বর্তমান
    অন্ধকার আঁধার চারিধার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।