রোদেলা

ggfhh

ড্যান্ডি লায়নের পাপড়ি হাওয়ায় মিলিয়ে যায়
কদমের রেণু ঘাসের ওপর ঝরে ঝরে পড়ে
রোদেলা আকাশে মেঘদের নৌকো ভেসে চলে
পাহাড়ের মাথায় সবুজের আঁকিবুঁকি
তেরছা আলো ঝুঁকে আছে দোরের আনাগোনায়
দূরে একটি ফড়িং পাতার চৌখুপিতে উঁকিঝুঁকি মারে
বনশালিক কিছু মাথা নাড়িয়ে বচসায় রত
ছবির মত বাড়িগুলি নদীর ওপারে সার দিয়ে দাঁড়িয়ে
জলে কিছু নৌকো অল্প হাওয়ায় ঢেউয়ের দোলায়
কচিপাতার ফাঁক দিয়ে উড়ে যায় প্রজাপতিদের পাখা।

4 thoughts on “রোদেলা

  1. নদীর ওপারে সার দিয়ে দাঁড়িয়ে
    জলে কিছু নৌকো অল্প হাওয়ায় ঢেউয়ের দোলায়
    কচিপাতার ফাঁক দিয়ে উড়ে যায় প্রজাপতিদের পাখা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ভালো লাগা ও প্রশসংসা করার জন্য অনেক ধন্যবাদ জানাই বন্ধু ।

  2. চমৎকার লিখেছেন, কবি দিদি। 

    শুভকামনা থাকলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।