বৈশাখী রঙ গায়ে মেখে
হাঁটছি অনেক দূর;
ওইখানেতে বসত তোমার
কইছে সমুদ্দুর।
মেঘের আঁচল পড়িয়ে শাড়ি
থাকছি নিরব বসে,
এই পথেতে আসবে তুমি
বললে বিদায় শেষে।
আর কতোকাল ডাকবো মাঝি
ফিরিয়ে দিও নাকো ;
পরবাসী ওই মনটারে আজ
খাঁচায় বেঁধে রাখো।।
এসো হে ১৪২৯, এসো….
আর কতোকাল ডাকবো মাঝি
ফিরিয়ে দিও নাকো ;
পরবাসী ওই মনটারে আজ খাঁচায় বেঁধে রাখো।।
জি কবি রোদলা আপু
বৈশাখির শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন——