আমাদের বৈশাখ

ddytu

বছর ঘুরে দুয়ারে এলো
আমাদেরই বৈশাখ
সেই খুশিতে সবাই নাচে
লতা-পাতা, পুঁইশাক।

গাছে গাছে পাখি ডাকে
গায় বাঙালির গান
এই বোশেখে কৃষক ভায়ে
তুলবে নতুন ধান।

নগর, শহর, পাড়া সবার
বাহারি রঙের সাজ
ছেলেবুড়ো ছুটছে মেলায়
নেই যে কোন লাজ।

খোকাখুকি সবার চোখে
স্বপ্ন যে ভাই আঁকা
মেলায় মেলায় ঘুরছে দেখ
সোনার বাংলার চাকা।

2 thoughts on “আমাদের বৈশাখ

  1. খোকাখুকি সবার চোখে
    স্বপ্ন যে ভাই আঁকা
    মেলায় মেলায় ঘুরছে দেখ
    সোনার বাংলার চাকা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. সুন্দরভাবে তুলে ধরেছেন বৈশাখের নবসাজ।

    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।