আল্লাহ সর্ব শক্তিমান

ইয়া আল্লাহ! ইয়া রাব্বুল আলামিন!
অফুরন্ত অসীম তোমার গুণ
ইচ্ছে হলেই সৃষ্টি করো তুমি
শুধু বলো ‘কুন-ফায়াকুন’।
তুমি শুধু বলো, ‘হও’ আর তা সব
নিমিষেই হয়ে যায়
দেখা-অদেখা বিরাজ অসীম
তসবিহ পড়ে সেজদায়।

কেউনা পারে দেখতে তোমায়
না পারে কেউ ছুঁতে
ক্লান্তি তোমায় ধরতে পারেনা
নিদ্রায় যাওনা শুতে।
এতো সুন্দর! এতো নিয়ামত!
এইযে বসুন্ধরা
তুমি সুন্দর তাই সবই সুন্দর
তোমার কুদরতে গড়া।

মহা পরিকল্পনাকারী
তুমি হে-অধীশ্বর
নশ্বর ভ্রম্মান্ডে শুধু
তুমিই অবিনশ্বর।
সকল সৃষ্টির শ্রষ্ঠা তুমি
কোরআনে করেছ পেশ…
তোমার কোথাও শুরু ছিলোনা
কোথাও হবেনা শেষ!

2 thoughts on “আল্লাহ সর্ব শক্তিমান

  1. ইয়া আল্লাহ! ইয়া রাব্বুল আলামিন!

    তোমার কোথাও শুরু ছিলো না, কোথাও হবেনা শেষ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।