মনে মনে বুঝি রঙের ফানুস ওড়াও,
প্রেম ভালোবাসা ছাড়া কী দিয়ে মন জুড়াও?
চোখের তারায় আগুন বোম, তুমি কী আতঙ্ক;
জটিল না সরল বুঝি না তোমার মনের অঙ্ক।
এত শত বুঝি না বাপু, আমি প্রেম চাই,
তোমার বুকের ভিতরে পেতে চাই ঠাঁই;
সহজ হও, হও নরম, বদলে যাও এবেলা;
মন উঠোনে এবার বসাও ভালোবাসার মেলা।
এত কিছু খুঁজতে পারবো না, তুমি কানা খুঁড়ো?
মন কেন বুঝো না, নাকি বয়স বাড়লো? হয়েছো বুড়ো;
মনটাকে এমন বুড়ো করে রেখো না বন্ধু
মনে প্রেম আনো তেরো নদী সাত সিন্ধু।
কী যেন ভাবো তুমি কপালে হাত রেখে
আমায় ভেবেই বুঝি মনে বিষণ্ণ ছবি নাও এঁকে;
কী এমন দোয় করে ফেলি, কবিতা লিখি তাই?
আমার ইচ্ছেগুলোকে পায়ে দলতে চাও কেন?
কবিতা ছাড়া যে মনে শান্তি নাই!
সাহিত্য চর্চা করলেই কারো হয় কী ক্ষতি?
বারবারই আমার ইচ্ছেগুলোর পিছনে টানতে বলো যতি!
এ কেমন স্বেচ্ছাচারিতা, তোমার ইচ্ছেতে আমি কী সাঁধি বাঁধ,
ঠোঁট খুললেই আমার, শুরু হয় বিবাদ।
এসব ভুলে যাও আমার সময়গুলো আমাকে দাও;
অথবা কিছু সময় তোমার জন্য আমা হতে তুলে নাও;
মিহি বাক্য ব্যয়ে সময়টাকে প্রজাপতি করে তুলতে পারো;
বন্ধু মনের রঙ প্রেমের রঙে করে নাও এবার গাঢ়।
ঠোঁটে হাসির ফুল ফুটাও
আমার তরে মন ভালোবেসে লুটাও,
আমার ইচ্ছেগুলোর করো মূল্যায়ন,
করো না ফানুসে উড়ে অন্যপুরী পলায়ন।
রঙের ফানুস এমনিতেই কী উড়ে বন্ধু? ওড়ে না;
শুভ সময়ের পিঠে চড়িয়ে তোমায়… রঙ দুনিয়ায় ঘুরে না।
ভালোবাসি বলো, ঠোঁট করো আলগোছে ফাঁক, ছড়াও প্রেম বুলি,
ভালোবাসি বেশুমার কথাটা তোমার জন্যই তবে রাখলাম তুলি।
আমার ইচ্ছেগুলোর করো মূল্যায়ন,
করো না ফানুসে উড়ে অন্যপুরী পলায়ন।
রঙের ফানুস এমনিতেই কী উড়ে বন্ধু? ওড়ে না;
শুভ সময়ের পিঠে চড়িয়ে তোমায়… রঙ দুনিয়ায় ঘুরে না।
সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।