কিছু শুকনো পাতা ছড়িয়ে দিলাম
তোমার চলার পথে পথে
চলে এস, পায়ের নূপুর খুল না।
পাতার খসখসানি আওয়াজে তোমার
নূপুরের শব্দ মধুর লাগে
বহু দূর থেকে শোনা যায় তার ছন্দ।
বাইরে ঝড়ের শব্দ চারিদিক আঁধার
চিলের ডানায় ঢেকে যায়
বিকেলের আবছায়া ধুসর আকাশ।
হিরন্ময় নৈঃশব্দ্যের মাঝে ভেসে আসা
তোমার নূপুরের নিক্কণ
বাতিঘর হয়ে আলো জ্বালিয়ে রাখে।
হিরন্ময় নৈঃশব্দ্যের মাঝে ভেসে আসা
তোমার নূপুরের নিক্কণ; বাতিঘর হয়ে আলো জ্বালিয়ে রাখে।
অনেক ধন্যবাদ প্রিয় কবি ।