তেল দিয়ে ভাজে আলু পটল বেগুন
তাই তেলের বাজারে লাগলো আগুন,
শুনেছি তেলের দামও বেড়েছে দ্বিগুণ
দামে সরিষার চেয়ে সয়াবিন বহুগুণ!
সয়াবিন তেল দিয়ে চলে রান্নার কাজ
তাইতো সয়াবিন তেলের সংকট আজ,
হটাৎ সয়াবিনের তেলের বেড়েছে ঝাঁজ
দেশের মানুষের মাথায় যেন পড়েছে বাজ।
আচ্ছা, সয়াবিন কি আয়ুর্বেদীয় জাফরান?
যদি নাহয় জাফরান, সয়াবিনের ব্যবহার কমান!,
বাংলার বাজার সিন্ডিকেট গুলোকে দমান
বেশি ব্যবহার বেশি কেনার অভ্যাস সামলান!
সয়াবিন তেল নয় জীবন বাঁচানোর মহৌষধ
যেমন- দিনে সেবন করতে হবে তিন চামচ ঔষধ,
সেবনে গড়মিল হলেই মনে হয় যমে করবে বধ
আসলে কিন্তু নয়, আসুন সয়াবিনকে করবো রধ।
সয়াবিন তেল নয় জীবন বাঁচানোর মহৌষধ
যেমন- দিনে সেবন করতে হবে তিন চামচ ঔষধ।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে অফুরান শুভকামনা থাকলো, শ্রদ্ধেয় দাদা।
খুব সুন্দর লেখেছেন কবি দা
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বাউল কবি লিটন দাদা।
এই দেশ মন্ত্রী এমপির । তাই মজুদধারী শাস্তি পায় না , জনগণ উপহাস পায়। কচুরিফেনা খান ,পেয়াজ ছাড়া খান , বেগুনীতে মিষ্টি কুমড়া খান। এখন সয়াবীন তেল ছাড়া বাদামতেল খান। আমি চেতনার ফেরিওআলা তাই বুদ্ধি দিলাম ।
হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন। এদেশে আপনার বুদ্ধিমত ওইসব বর্জন করে মন্ত্রীদের কথামতো চলতে হবে। আর নাহয় বিপদ!