সয়াবিন কি আয়ুর্বেদীয় জাফরান?

28

তেল দিয়ে ভাজে আলু পটল বেগুন
তাই তেলের বাজারে লাগলো আগুন,
শুনেছি তেলের দামও বেড়েছে দ্বিগুণ
দামে সরিষার চেয়ে সয়াবিন বহুগুণ!

সয়াবিন তেল দিয়ে চলে রান্নার কাজ
তাইতো সয়াবিন তেলের সংকট আজ,
হটাৎ সয়াবিনের তেলের বেড়েছে ঝাঁজ
দেশের মানুষের মাথায় যেন পড়েছে বাজ।

আচ্ছা, সয়াবিন কি আয়ুর্বেদীয় জাফরান?
যদি নাহয় জাফরান, সয়াবিনের ব্যবহার কমান!,
বাংলার বাজার সিন্ডিকেট গুলোকে দমান
বেশি ব্যবহার বেশি কেনার অভ্যাস সামলান!

সয়াবিন তেল নয় জীবন বাঁচানোর মহৌষধ
যেমন- দিনে সেবন করতে হবে তিন চামচ ঔষধ,
সেবনে গড়মিল হলেই মনে হয় যমে করবে বধ
আসলে কিন্তু নয়, আসুন সয়াবিনকে করবো রধ।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “সয়াবিন কি আয়ুর্বেদীয় জাফরান?

  1. সয়াবিন তেল নয় জীবন বাঁচানোর মহৌষধ
    যেমন- দিনে সেবন করতে হবে তিন চামচ ঔষধ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে অফুরান শুভকামনা থাকলো, শ্রদ্ধেয় দাদা।

  2. খুব সুন্দর লেখেছেন কবি দা 

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বাউল কবি লিটন দাদা। 

  3. এই দেশ মন্ত্রী এমপির । তাই মজুদধারী শাস্তি পায় না , জনগণ উপহাস পায়। কচুরিফেনা খান ,পেয়াজ ছাড়া খান , বেগুনীতে মিষ্টি কুমড়া খান। এখন সয়াবীন তেল ছাড়া বাদামতেল খান। আমি চেতনার ফেরিওআলা তাই বুদ্ধি দিলাম ।

    1. হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন। এদেশে আপনার বুদ্ধিমত ওইসব বর্জন করে মন্ত্রীদের কথামতো চলতে হবে। আর নাহয় বিপদ!

মন্তব্য প্রধান বন্ধ আছে।