ঈদ মোবারক

2796

ঈদ এলেই ঘরে ঘরে হয়নারে ঈদ
মনে পোষে অহংকার কারো বাড়ে জিদ।
সবার আকাশে বাঁকা চাঁদ সে তো হাসেনা
দ্বারে দ্বারে ঈদ তাই খুশি নিয়ে আসেনা।
ঈদ সে তো ঈদ নয় রেখে দিয়ে ব্যবধান
ঈদ মানে সাম্য -সম্প্রীতি অবদান।
বৈষম্যটা যত ধনি আর গরিবে
পিতা-মাতা, ভাই-বোন, আত্মিয়-করীবে।
আশেপাশে খাবে সব সুখে যাবে নিদে
তবেই তো বলা চলে ‘ঈদ মোবারক’ ঈদে।

3 thoughts on “ঈদ মোবারক

  1. ঈদ সে তো ঈদ নয় রেখে দিয়ে ব্যবধান
    ঈদ মানে সাম্য -সম্প্রীতি অবদান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানাচ্ছি, প্রিয় সম্মানিত লেখক। আশা করি আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সবাইকে নিয়ে আনন্দ-উল্লাসে পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ উপভোগ করবেন। ঈদ মোবারক!

  3. ঈদ হোক বছর জুড়ে  সম্প্রীতির অবদান

    জেগে উঠুক বঞ্চিত আর্ত মানবতার প্রাণ 

    ঈদ শুভেচ্ছা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।