বিশ্বাসে নাকি বিশ্বাস আনে
অবিশ্বাসে বেড়ে যায় দূরত্ব,
চোরকে যে করে বিশ্বাস
চোরও দেয় বিশ্বাসের গুরুত্ব।
বিশ্বাসে যায় মক্কা-মদিনায়
করে হজ্ব দেয় জাকাত,
বিশ্বাসে যায় গয়া-কাশি
মাগে মুক্তি করজোড়ে হাত।
বিশ্বাসে করে মূর্তি পূজা
যায় মন্দিরে করে ভক্তি,
বিশ্বাসে করে নামাজ রোজা
অবিশ্বাসে মেলে না মুক্তি।
বিশ্বাসে হয় কেনা বেচা
দলিলপত্র আরও কতো কারবার,
বিশ্বাসে হয় লোকের লেনাদেনা
অবিশ্বাসে বাড়ে মনের হাহাকার।
বিশ্বাসে ঘুরে সাধু-সন্ন্যাসী
ধ্যানে বসে করে সাধনা,
বিশ্বাসে ঘুরে ফকির মাস্তান
অবিশ্বাসে মিটে না মনের বাসনা।
বিশ্বাসে হয় প্রেম পিরিতি
হয় ভালোবাসা শুভ পরিণয়,
বিশ্বাসে হয় ঘর সংসার
অবিশ্বাসে তো কিছুই সম্ভব নয়!
বিশ্বাসে ঘুরে সাধু-সন্ন্যাসী
ধ্যানে বসে করে সাধনা,
বিশ্বাসে ঘুরে ফকির মাস্তান
অবিশ্বাসে মিটে না মনের বাসনা।
M Yousuf সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, দাদা। সাথে রইল নিরন্তর শুভকামনা।