ভুল কথা
তুমুল হট্টগোলে মিশে যায়
বেরিয়ে আসে নির্ভুল দেবতা!
ভুল দৃষ্টি
প্রতিমার নিষ্পলক চোখের ভাষা পড়ে
নেমে আসে শ্রাবণ- বৃষ্টি!
ভুল কদম
বইছে জীবন নদী, যখন থেকে
আদম- হাওয়া খেয়েছে নিষিদ্ধ গন্দম!
ভুল সাঁতার
জলের তলে উত্তপ্ত সাগর
জেগে থাকে জলসাঘর।
ভুল ভাবনা
উসুলে নেই লোকসান; চলছে লেনাদেনা
নিরন্তর জীবন…।
ভুল সাঁতার
জলের তলে উত্তপ্ত সাগর
জেগে থাকে জলসাঘর।
ভুল ভাবনা
উসুলে নেই লোকসান; চলছে লেনাদেনা
নিরন্তর জীবন…।