ভুল সাঁতার

279n

ভুল কথা
তুমুল হট্টগোলে মিশে যায়
বেরিয়ে আসে নির্ভুল দেবতা!

ভুল দৃষ্টি
প্রতিমার নিষ্পলক চোখের ভাষা পড়ে
নেমে আসে শ্রাবণ- বৃষ্টি!

ভুল কদম
বইছে জীবন নদী, যখন থেকে
আদম- হাওয়া খেয়েছে নিষিদ্ধ গন্দম!

ভুল সাঁতার
জলের তলে উত্তপ্ত সাগর
জেগে থাকে জলসাঘর।

ভুল ভাবনা
উসুলে নেই লোকসান; চলছে লেনাদেনা
নিরন্তর জীবন…।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “ভুল সাঁতার

  1. ভুল সাঁতার
    জলের তলে উত্তপ্ত সাগর
    জেগে থাকে জলসাঘর।

    ভুল ভাবনা
    উসুলে নেই লোকসান; চলছে লেনাদেনা
    নিরন্তর জীবন…। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।