বৈশাখ থাকুক অন্তরে

28019

চৈত্রের শেষে বৈশাখের যখন ঘটে আগমন,
খুশিতে হয় দিশেহারা দেশের আপামর জনগণ।
ধুমধাম বাদ্য বাজে দেশের আনাচে কানাচে,
পহেলা বৈশাখে নতুন সাজে শিশুরাও নাচে।

বৈশাখের আগমনে শুরু হয় মেঘের ঘনঘটা,
শুভেচ্ছা জানায় বৈশাখ দিয়ে বৃষ্টির ফোটা।
বছরের বৈশাখ মাসে আকাশ থাকে মেঘলা,
সাদা মেঘগুলো হয় কালো বাঁধে জটলা।

তারপর সময় অসময়ে ঝরে ঝর ঝর,
হঠাৎ আসে তুফান উড়িয়ে নেয় বাড়িঘর।
ঝরো হাওয়ার সংকেত আসে নম্বরে নম্বরে,
মহাবিপদ সংকেত উঠে তখন দশের উপরে।

প্লাবিত হয় নিচু জমি জলোচ্ছ্বাস সাগরে,
তচনচ কাঁচা ঘর ফসলের ক্ষতি হয় হাওরে।
কৃষকের পাকা ধান ডুবে যায় পানিতে,
ফসল হারিয়ে কৃষক মরে কাঁদিতে কাঁদিতে।

তবুও আসুক বৈশাখ আসুক বছরে একবার,
হোক সে কালবৈশাখী তবুও থাকুক অন্তরে সবার।

.
ছবি সৌজন্য: প্রখ্যাত সাংবাদিক সাজেদ রহমান।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “বৈশাখ থাকুক অন্তরে

  1. তবুও আসুস বৈশাখ আসুক বছরে একবার,
    হোক সে কালবৈশাখী তবুও থাকুক অন্তরে সবার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় প্রিয় দাদা। 

  2. বৈশাখি বিদায় বেশ আবেগময় প্রকাশ কবি দা

    1. সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাচ্ছি, প্রিয় বাউল কবি।

  3. দারুণ লিখেছেন
    ভালো লাগলো

    1. সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞচিত্তে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।