উল্টো লাফ

in-4-20

জলে তীব্র সাঁতার শিখা হচ্ছে!
চারপাশ এখন পাকা পোক্ত সাঁতারু;
ঢেউ ভাঙ্গাবে, সাগরে ঝাঁপ দিলে-
ডাঙ্গা য় খেলা হবে- যত সব খেলা!
দিবাস্বপ্ন এখন মুখরিত আকাশ মাটি
ভূমি কম্পনের আতঙ্ক শুধু কান ভারি।
তবু সাঁতার শিখা বড়ই মুশকিল ঘাট নাই
পুকুর নাই জলের ঢোলও নাই একতারাই
বাজাব; নিজের সাগরে নিজেই দেই ঝাঁপ-
পাড়াপড়শী দেখে পাছায় লাথি উল্টো লাফ।

৩১বৈশাখ ১৪২৯, ১৪ মে ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “উল্টো লাফ

  1. নিজের সাগরে নিজেই দেই ঝাঁপ-
    পাড়াপড়শী দেখে পাছায় লাথি উল্টো লাফ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি কবি মুরুব্বি দা
      সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ
      ভাল ও ‍সুস্থ থাকবেন————

  2. অনবদ্য লেখায় মনোরম উপস্থাপন

    1. জি কবি মহী দা
      সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ
      ভাল ও ‍সুস্থ থাকবেন————

মন্তব্য প্রধান বন্ধ আছে।