তারা বাংলার পাট শ্রমিক,
শ্রম দিয়ে পায় পারিশ্রমিক,
শরীরের ঘাম ঝরায় দৈনিক,
তারা জীবন যোদ্ধা সৈনিক।
তাদের শ্রমের মূল্য যতসামান্য,
তবুও যা পায় তাতেই হয় ধন্য,
বেশি পাবার আশা খুব সামান্য,
আশায় থাকেও না বেশির জন্য।
শ্রমজীবীরা পারিশ্রমিক পেলেই খুশি,
সবসময়ই থাকে মুখে হাসি,
যদিও খায় পান্তা পচা বাসি,
তবুও অল্পতেই হয় মহাখুশি।
.
ছবি: বাংলাদেশ সমবায় শিল্প সংস্থা জুট প্রেস থেকে তোলা।
আবক্ষ বন্ধনের বন্ধনীতে আমরাই বন্দী করেছি সব. তিক্ত স্বাদে পূর্ণ মনযোগে।
আমিও যা, ওরাও তা। তাই ওদের নিয়ে আমার পথচলা, লেখা ও ভাবনা। সুখে থাকুক পৃথিবীর সকল শ্রমজীবীরা।
শুভকামনা থাকলো দাদা।
অপূর্ব অনুভবের ছোঁয়া লেখাতে!
ভালো লাগলো ভীষণ
আমিও যা, ওরাও তা। তাই ওদের নিয়ে আমার পথচলা, লেখা ও ভাবনা। সুখে থাকুক পৃথিবীর সকল শ্রমজীবীরা।
শুভকামনা থাকলো দাদা।