বাংলার পাট শ্রমিক

280

তারা বাংলার পাট শ্রমিক,
শ্রম দিয়ে পায় পারিশ্রমিক,
শরীরের ঘাম ঝরায় দৈনিক,
তারা জীবন যোদ্ধা সৈনিক।

তাদের শ্রমের মূল্য যতসামান্য,
তবুও যা পায় তাতেই হয় ধন্য,
বেশি পাবার আশা খুব সামান্য,
আশায় থাকেও না বেশির জন্য।

শ্রমজীবীরা পারিশ্রমিক পেলেই খুশি,
সবসময়ই থাকে মুখে হাসি,
যদিও খায় পান্তা পচা বাসি,
তবুও অল্পতেই হয় মহাখুশি।

.
ছবি: বাংলাদেশ সমবায় শিল্প সংস্থা জুট প্রেস থেকে তোলা।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

4 thoughts on “বাংলার পাট শ্রমিক

  1. আবক্ষ বন্ধনের বন্ধনীতে আমরাই বন্দী করেছি সব. তিক্ত স্বাদে পূর্ণ মনযোগে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আমিও যা, ওরাও তা। তাই ওদের নিয়ে আমার পথচলা, লেখা ও ভাবনা। সুখে থাকুক পৃথিবীর সকল শ্রমজীবীরা। 

      শুভকামনা থাকলো দাদা। 

  2. অপূর্ব অনুভবের ছোঁয়া লেখাতে!

    ভালো লাগলো ভীষণ 

    1. আমিও যা, ওরাও তা। তাই ওদের নিয়ে আমার পথচলা, লেখা ও ভাবনা। সুখে থাকুক পৃথিবীর সকল শ্রমজীবীরা। 

       

      শুভকামনা থাকলো দাদা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।