প্রগাঢ় ক্লেদাক্ত রাত ভুগে
প্রবেশ করি আরেকটি গ্লানি ভার রাতে
দীর্ঘশ্বাসে চাপা নিগূঢ় অন্ধকারে…
উন্মুক্ত করি নিরবতার গিঁট… কান্না পেঁচানো কণ্ঠে!..
বাতাসের হু হু শব্দের সাথে বৃক্ষের স্পন্দিত আত্মা
একাত্মতা ঘোষণা করে
আমাকে থামাতে চায়, অলীক সান্ত্বনায়…..
2 thoughts on “অলীক স্বান্তনা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আমাকে থামাতে চায়, অলীক সান্ত্বনায়….
খুব সুন্দর ভাবনাময়