দ্রাবিড় জীবন

এখন দিন কেমন বদলে গেছে, পোকা-মাকড়ের
ঘর বিলাস; একটা চিকেন গ্রিল ধরে সারাদিন সাড়া
গেছে, মধ্যবর্তী বধ্যভুমি তবুও ফিরে পেয়েছে
কিছু উন্মাদ বৃষ্টি, হয়ত সেও বড়ো কম কথা নয়;
কিছুক্ষণের জন্য হলেও ফিরে পেয়েছিলো দ্রাবিড়
জীবন; মনে মনে আজন্ম নিঃস্ব এই আমিও এখন
নির্বিকার চেয়ে দেখি পোড়ামাটির ক্যালিওগ্রাফি!

এমনি করেই বেশ চলছে উইপোকা জীবন, নির্মোহ
যাতনার রেশ এখনও জয় করতে পারিনি; অপারগ
বাস্তবতা মানসাঙ্কের জল পাহাড় ডিঙাতে পারে না,
তবু্ও ব্রাত্য জীবন শ্রুতি, বিশ্রুতি আর অভিশ্রুতির
উপনিবেশ, মন জানে না… তবুও মনে মনে করে
যাই দ্রাবিড় জীবনেই মনোনিবেশ……!!!

1 thought on “দ্রাবিড় জীবন

  1. মনে মনে আজন্ম নিঃস্ব এই আমিও এখন
    নির্বিকার চেয়ে দেখি পোড়ামাটির ক্যালিওগ্রাফি! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।