সকালের হাওয়ায় এক কাপ চা

2795aa

কী শান্ত নিরিবিলি পরিবেশ, মিহি হাওয়া
এক টুকরো রোদ্দুর দখল করেছে দখিন দাওয়া,
চা এক কাপ হলে হয় না মন্দ,
মনের খাতায় উড়ে আসুক সুর ছন্দ।

অলিখিত কাব্যগুলো জমা পড়ে থাক্ মনে,
প্রেম হয়ে যাক এবেলা চায়ের সনে,
কিচিরমিচির সুরে উদাস এ মন,
চায়ে চুমুক দিলেই দেহে সুখ শিহরণ।

রোদ আর ছায়া, আকাশে কিছু কালো মেঘ
পাতার কাছে রাখি জমা সুখের আবেগ,
চা এক কাপ হাতে, ভাবনার জগতে হারাই,
দেহ মনে রাতের ক্লান্তি নিমেষেই তাড়াই।

পূবের সূর্য উপরে উঠে,
ফুলেদের ঐ নিদ্রা টুটে,
এবেলা নামতো যদি ঝুম বৃষ্টি
চা খাওয়াতে হত আরও আনন্দ সৃষ্টি।

দিনের বুকে বাড়ে উষ্ণতা ধীরে,
রোদোত্তাপ ধরলো আমায় ঘিরে
চায়ের ইতি ঘটলেও রেশটুকু যায় রয়ে,
কত কর্ম ডাকে হাত বাড়িয়ে, সময় যে যায় ক্ষয়ে।

সকালটা কাটে ভালোয় ভালোয়,
দিনের বুক যদি থাকে ভরা স্বচ্ছ আলোয়
ভালো লাগে, আরও লাগে ভালো এক কাপ চা খেলে,
সকল সুখে সুখী আমি, উড়ি ডানা মেলে।

.
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)

2 thoughts on “সকালের হাওয়ায় এক কাপ চা

  1. ভরা স্বচ্ছ আলোয় … ভালো লাগে, আরও লাগে ভালো এক কাপ চা খেলে,
    সকল সুখে সুখী আমি, উড়ি ডানা মেলে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ভালো লাগার কবিতা পড়ে, আপনাকে শুভ সকালের শুভেচ্ছা জানাচ্ছি। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।