জলের ঢেউ মনের মাঝে-
কে দেখে- কে দেখে?
সাদা মেঘের আকাশ-
শুধু বৃষ্টি ভিজা মাটি!
কৈই মাছে, সাঁতার কাটে
চেং মাছে আরে লাফে;
পুকুর ঘাটে সোনালি রোদ
কাতলা মাছের ঝাঁকের পোদ-
চক্ষু জুরাই, দুঃখ সরে না
জোছনা রাতে রঙধনু
মনের মাঝে সাজে-
আরে চেং মাছে লাফে।
৯জৈষ্ঠ ১৪২৯, ২৩ মে ২২
চেংমাছ। চক্ষু জুরাই, দুঃখ সরে না
জোছনা রাতে রঙধনু … মনের মাঝে সাজে।
জি কবি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন———–
সত্যি তা-ই, দাদা। আমাদের এখানে টাকিমাছ বলে। তো এখন জানলাম যে, আপনাদের ওখানে চেংমাছ বলে।
দারুণ লিখেছেন।
জি কবি নিতাই দা
খুব সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন———–