চেংমাছে লাফে

kehead

জলের ঢেউ মনের মাঝে-
কে দেখে- কে দেখে?
সাদা মেঘের আকাশ-
শুধু বৃষ্টি ভিজা মাটি!

কৈই মাছে, সাঁতার কাটে
চেং মাছে আরে লাফে;

পুকুর ঘাটে সোনালি রোদ
কাতলা মাছের ঝাঁকের পোদ-
চক্ষু জুরাই, দুঃখ সরে না
জোছনা রাতে রঙধনু
মনের মাঝে সাজে-

আরে চেং মাছে লাফে।

৯জৈষ্ঠ ১৪২৯, ২৩ মে ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “চেংমাছে লাফে

  1. চেংমাছ। চক্ষু জুরাই, দুঃখ সরে না
    জোছনা রাতে রঙধনু …  মনের মাঝে সাজে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জি কবি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ
      ভাল ও সুস্থ থাকবেন———–

  2. সত্যি তা-ই, দাদা। আমাদের এখানে টাকিমাছ বলে। তো এখন জানলাম যে, আপনাদের ওখানে চেংমাছ বলে। 

    দারুণ লিখেছেন। 

    1. জি কবি নিতাই দা
      খুব সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ
      ভাল ও সুস্থ থাকবেন———–

মন্তব্য প্রধান বন্ধ আছে।