আমার বিষণ্নতার কারন খুঁজতে যেওনা
রাত্রি এসে অট্টহাসি উপহার দিয়ে ফিরে যাবে।
তোমার কার্নিশে খড়কুটো উড়ে আসবে
বাবুই এর নোনতা পালক নামবে কৃষ্ণপক্ষের কুয়াশা মেখে
তারপর সাপ্তাহিক ভুল লুকোতে লুকোতে
একটা গোটা উইকএন্ড বরফ মেখে নেবে তুমি।
ইতস্তত ছড়িয়ে থাকা সম্পর্কের ঠাসবুনন দেখতে দেখতে
আমার চোখ থেকে অসম পারদ নেমে আসছে।
আমার ভার্জিন বিষণ্ণতা মাথা এলিয়ে
ট্রান্সপারেন্ট হয়ে উঠছে ক্রমশ
ক্রমাগত মাথা ঝাঁকিয়ে বিগত জন্মের
ভুলের ইতিবৃত্ত আউড়ে যাচ্ছে
তবুও রাত্রির শেষটুকু তুমি চশমা হারানো চোখে
আমার বিষণ্নতার সংলাপ হাতড়ে বেড়াবে।
ক্রমাগত মাথা ঝাঁকিয়ে বিগত জন্মের
ভুলের ইতিবৃত্ত আউড়ে যাচ্ছে
তবুও রাত্রির শেষটুকু তুমি চশমা হারানো চোখে
আমার বিষণ্নতার সংলাপ হাতড়ে বেড়াবে।