কোন্ দিক দিয়ে দিন যায়, কোন্ দিক দিয়ে
রাত যায়, কেউ গুনে রাখে না আঙুলের কড়;
তবুও তিলতিল করে গড়ে উঠে জীবন পাথর,
মাঝে মাঝে বুঁদবুঁদ ছুঁয়ে যায় স্মৃতির মিনার
অবলীলায় আমি হেসে উঠি একবার, আবার
কেঁদে উঠি আরেকবার; পালকের পর পালক
খসে খসে পড়ে, তবুও জোছনা রাতের সব
তারা গোনা হয় না!
এমনি করে দিনে দিনে কলেবর বাড়তে থাকে
জলপাই রঙ পাণ্ডুলিপি, তবুও ভুমিহীন চাষির
মতো আমারও কবিতার চাষ-বাস; তবুও অভি-
জাত বাঁধাই আর স্কেচ প্রচ্ছদ সব দীনতা কিনে
সোনালি শিকড় প্রত্যাশা করে, পেছনে পড়ে
থাকে কবিতাচাষি, তখন সব পাঠক সজোরে
তালি বাজায়, কেউ প্রাপ্তি স্বীকার করে না..!
সুন্দর
কেউ গুনে রাখে না আঙুলের কড়;
তবুও তিলতিল করে গড়ে উঠে জীবন পাথর,
মাঝে মাঝে বুঁদবুঁদ ছুঁয়ে যায় স্মৃতির মিনার …