হাওয়ায় ওড়ে যায় মেঘগুলো

28419a

দৃষ্টি ফেরাতেই দেখি আমার আকাশ খালি,
কী দমকা হাওয়া পাতার সাথে বাজায় তালি,
মেঘগুলো উড়িয়ে নিয়ে যায় দখিনা হাওয়ায়
আমি হাওয়ার খেলা দেখতে বসে থাকি চুপ দাওয়ায়।

সুনসান নিরবতার একটি দুপুর,
হাওয়ার তোড়ে বাজে পাতায় পাতায় নূপুর,
মেঘ আসে মেঘ যায়, আকাশ কখনো ফাঁকা,
বিষণ্ণ আকাশে আর দৃষ্টি যায় না রাখা।

চড়ুই আর শালিকের দল ফাঁকা আকাশেই উড়ছে,
একটি চিল নীল ছুঁয়ে ঘূর্ণিপাকে ঘুরছে,
সাংসারিক কর্ম শেষে বারান্দায় বসে আছি,
দেখছি ম্বঘ’রা খেলছে হাওয়ার সাথে কানামাছি।

মিহি হাওয়া এসে লাগলেই গায়, আরামের হয় অনুভূতি,
আজ আকাশে মেঘ নেই, চারিদিকে সাদা আলোর জ্যোতি,
মন যেন অলীক সুখের হাতছানি পায়,
এমনো দিনে ভাসি ডুবি সুখের নায়।

আকাশে তাকিয়ে থাকি, চোখে বেঘোর ঘুম
এই,যে ছুটির দুপুর, চারিদিক নিস্তব্ধ নিঝুম,
আকাশ নিয়ে কবিতা লিখবো বলে হাতে নেই খাতা,
ছন্দ যায় হারিয়ে নিমেষে, আমি তুলে রাখি সাদা পাতা।

এক আকাশ ভালোবাসা রেখে দেই কবিতার জন্য,
বুক যেন আমার কবিতার নীল সবুজ অরণ্য,
ঘুম চোখ নিয়ে আর যায় না ভাবা অল্প,
এবার হয়ে যাক তবে ঘুমের সাথে গল্প।

.
(স্যামসাং এস নাইন প্লাস, স্থান অজানা)

2 thoughts on “হাওয়ায় ওড়ে যায় মেঘগুলো

  1. বেশ ছন্দময় প্রকাশ কবি  আপু

  2. ঘুম চোখ নিয়ে আর যায় না ভাবা অল্প,
    এবার হয়ে যাক তবে ঘুমের সাথে গল্প। ___ চমৎকার কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।