আসবাব

index

আমি পাহাড়ের কোলে যে বসতি করেছ
সেখানে কোন আসবাব নেই
পাখি বন্ধুরা তাই আমার ঘরে আসে না

আমি বাটিতে জল ভরে দিই
থালায় শস্যদানা ঢেলে দিই
তবুও তারা ঘরে প্রবেশ করে না
তারা বলে, “তোমার আসবাব নেই”

আমি বলি, “পাখিদের কি আসবাব লাগে?
তারা খোলা আকাশে উড়ে বেড়ায়
আমি তোমাদের এক আকাশ ঘর দিলাম
একটু আমার দাওয়ায় এস”

তারা মাথা নেড়ে বললে, “না”
তারপর ডানা মেলে উড়ে গেল অন্য আকাশে
যেখানে ঘরগুলো আসবাবে ভরা।

4 thoughts on “আসবাব

  1. সুন্দর এক ভাবনার প্রকাশ কবি দিদি

    1. অশেষ ধন্যবাদ কবি ।

  2. “পাখিদের কি আসবাব লাগে?
    তারা খোলা আকাশে উড়ে বেড়ায়
    আমি তোমাদের এক আকাশ ঘর দিলাম একটু আমার দাওয়ায় এস।” https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।