আট-কপালেদের কথা বলি

আজকাল সবখানে বান্ডিল অফারের ছড়াছড়ি দেখি
আর মনে মনে গাছ-পাথর কষি
সবাই জানে ঠুনকো আঘাতেই ভেঙে যায় রোহিঙ্গা চাঁদ
তবে কি বান্ডিল অফারের সবগুলোই নিছক ফাঁদ?

ডানা ছাড়াই যত্রতত্র কতো কতো পাখি ওড়ে
ওড়তে ওড়তে সাত-সমুদ্দুর তেরকাদা আসে ঘুরে
কেবল মানুষ হওয়ার কেউ বান্ডিল অফার দেয় না
সবাই নিজস্ব ক্ষেপণাস্ত্র উঁচিয়ে এগিয়ে আসে
যতটা ভালোবাসার এরচেয়ে অনেক বেশি ভালোবাসে!

একটা নিরাক পড়া সময় দুই হাত দশ হাত হয়
দশমিক ভগ্নাংশও বাক দেওয়া উঠতি বুদ্ধিজীবীর
মতোন কথা কয়; তখন হাওয়া লাগে পালে
আমিও বান্দানাছোড় এরই নাম দিয়েছি আট-কপালে!!

1 thought on “আট-কপালেদের কথা বলি

  1. মনে মনে গাছ-পাথর কষি
    সবাই জানে ঠুনকো আঘাতেই ভেঙে যায় রোহিঙ্গা চাঁদ
    তবে কি বান্ডিল অফারের সবগুলোই নিছক ফাঁদ? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।