সূর্য ডুবুডুবু সন্ধ্যার আগমন
মানুষজন করছে গৃহে গমন
পাখিরাও করছে চেষ্টা এমন
ফিরবে নীড়ে পৌঁছবে কখন।
সূর্য ডুবুডুবু সন্ধ্যা লগন
নীরব নিঃশব্দ নেই মানুষজন
খেয়াঘাটে খেয়ানৌকা বাঁধা তখন
কখন ঘটবে যাত্রীর আগমণ?
মাঝির পকেটে নেই আনা
দাঁড়িয়ে নৌকায় চোখ টানাটানা
উঠবে যাত্রী পাবে কিছু আনা
ফিরবে বাড়ি নিয়ে ষোলোআনা।
.
২৩/০৫/২০২২ইং।
ছবি নিজের তোলা।
ভীষণ সুন্দর লিখেছেন প্রিয় ,
অতুলনীয় প্রকাশ
অনন্য
উঠবে যাত্রী পাবে কিছু আনা …
… ফিরবে বাড়ি নিয়ে ষোলোআনা। ___ ভালো লিখেছেন মি. নিতাই বাবু।