সন্ধ্যা লগনে

28113a

সূর্য ডুবুডুবু সন্ধ্যার আগমন
মানুষজন করছে গৃহে গমন
পাখিরাও করছে চেষ্টা এমন
ফিরবে নীড়ে পৌঁছবে কখন।

সূর্য ডুবুডুবু সন্ধ্যা লগন
নীরব নিঃশব্দ নেই মানুষজন
খেয়াঘাটে খেয়ানৌকা বাঁধা তখন
কখন ঘটবে যাত্রীর আগমণ?

মাঝির পকেটে নেই আনা
দাঁড়িয়ে নৌকায় চোখ টানাটানা
উঠবে যাত্রী পাবে কিছু আনা
ফিরবে বাড়ি নিয়ে ষোলোআনা।

.
২৩/০৫/২০২২ইং।
ছবি নিজের তোলা।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

2 thoughts on “সন্ধ্যা লগনে

  1. ভীষণ সুন্দর লিখেছেন প্রিয় ,
    অতুলনীয় প্রকাশ
    অনন্য

  2. উঠবে যাত্রী পাবে কিছু আনা
    ফিরবে বাড়ি নিয়ে ষোলোআনা। ___ ভালো লিখেছেন মি. নিতাই বাবু।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।