যে আমি আত্মগোপন করে ছিলাম, আজ ভোরে তারই অস্তিত্ব
খুঁজেছি প্রথম। তারপর এই হাডসন নদীর পাড় মোড়া সাদা
কংক্রিটগুলোকে স্পর্শ করে দেখেছি, প্রাতঃভ্রমনকারীরা কীভাবে
ছুটে চলে ঢেউয়ের সমান্তরাল। ছোঁয়া পেলে অনাবাদী গ্রহও বিতরণ
করে জীবনের ঘ্রাণ। উষ্ণতার আঙিনায় দাঁড়িয়ে যে ঋষি করে
আলোর আরাধনা, কিংবা বনান্তরে একাকী হেঁটে যেতে যেতে
যে বাউল বাজায় সুরেলা বাঁশী, তারাও জানে এই জগত-সংসারে…
সকল বিরহকামীরাই সগর্বে ফিরতে পারে গ্রহের সাকারে।
২
আঁকাবাঁকা নদীর মতোই পথ পেরিয়ে এসেছো তুমি
দেখেছো ঢেউ, উত্থান, পতনের ভার
অরণ্যের সমাহার, দেখোনি পাতার প্রয়াণ,
রঙগুলো কেমন করে দিয়ে যায় প্রহর আত্মদান !!!
অরণ্যের সমাহার, দেখোনি পাতার প্রয়াণ,
রঙগুলো কেমন করে দিয়ে যায় প্রহর আত্মদান !!
অন্যের লিখায় পাঠক না হওয়া অথবা নিজের লিখায় মন্তব্যের উত্তর না দিলে আমার মনে হয় পাঠক সংখ্যা কমে যায়।
শুভ সকাল কবি।