ওরা চোখ দেখেনি- মন বুঝেনি
কেমন করে মায়া কান্না বুঝবে,
ওরা স্বার্থের জন্য নিতে পারে প্রাণ!
তবু ওরা কৃতজ্ঞতা বুঝবে কি করে?
অকৃতজ্ঞতার আসমান জমি দেখে-
সব ক্ষমতায় এখন তার ইশারায়;
বেহুঁশ হয়ে যাচ্ছে- কবিতার সব
আসবাবপত্র, কলমের কালির চিন্তা
করে না, সবই নিজের লোক! অথচ
কৃতজ্ঞতার গন্ধ ধ্বংস আমজনতার।
১৮জ্যৈষ্ঠ ১৪২৯, ০১ জুন ২২
কলমের কালির চিন্তা
করে না, সবই নিজের লোক! অথচ
কৃতজ্ঞতার গন্ধে ধ্বংস আমজনতা।
জি মুরুব্বী দা ভাল থাকবেন
অনন্যসাধারণ কাব্য।
চমৎকার।
মহী দা ধন্যবাদ জানাই
অন্যের লিখায় পাঠক না হওয়া অথবা নিজের লিখায় মন্তব্যের উত্তর না দিলে আমার মনে হয় পাঠক সংখ্যা কমে যায়।
শুভ সকাল কবি।
জি মুরুব্বী ঠিক বলেছেন
ভাল ও সুস্থ থাকবেন———