এ জীবনের অবশিষ্ট দেনা

রোজ রোজ যদি কবিতা কবিতাকে গিলে খায়
ঊষর পড়ে থাকে হেমন্তের রাত, আঘ্রাণের গন্ধ
শুঁকতে শুকতারা এসে বারবার ফিরে যায়, তবে
কিভাবে হবে কবিতার চাষ? সৈকতে এসে ভিড়
করে সমুদ্রের সফেদ লোনা, মৃণালকাঁটায় পাস্তুরিত
হয় এ জীবনের অবশিষ্ট দেনা!

শহরের ট্রামগুলোর মতোন খুঁড়িয়ে খুঁড়িয়ে যায়,
বিস্ময় ডেকে আনে এইসব অনাহূত ছায়াদিন,
তবুও ভেতরের আমি জেগে উঠে না; কপালের
বলিরেখায় পোয়াতি হয় এ জগতের চিন্তারাশি,
তবুও আমার মনে হয় আমি তোমায় ভালোবাসি!

3 thoughts on “এ জীবনের অবশিষ্ট দেনা

  1. কপালের বলিরেখায় পোয়াতি হয় এ জগতের চিন্তারাশি,
    তবুও আমার মনে হয় আমি তোমায় ভালোবাসি! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অন্যের লিখায় পাঠক না হওয়া অথবা নিজের লিখায় মন্তব্যের উত্তর না দিলে আমার মনে হয় পাঠক সংখ্যা কমে যায়। Smile

    শুভ সকাল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।